Daily

আসছে করোনার তৃতীয় ঢেউ। এবারে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা শিশুদের বলছেন চিকিৎসকরা। শিশুদের করোনার বিরুদ্ধে লড়াই করার উপযোগী করতে হবে। তাই রাজ্যে শুরু হলো শিশুদের জন্য করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া। পার্কসার্কাসের রাজ্যে শুরু হচ্ছে শিশুদের উপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে জাইডাস-ক্যাডিলা সংস্থার ভ্যাকসিন দিয়ে শুরু হবে ট্রায়াল।
১৮ বছর পর্যন্ত বয়সীদের উপর শুরু হয়েছে এই ট্রায়াল। রাজ্যের মোট ১০০ জন সহ দেশের ১৫০০ জন এই ট্রায়ালে অংশ নেবে। দেশের মোট ৫৪ টি কেন্দ্রকে এর জন্য নির্বাচিত করা হয়েছে। এর আগে, দিল্লির এইমসে দুই থেকে থেকে আঠারো বছর বয়সীদের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। বিদেশেও ১২ থেকে ১৫ বছর বয়সীদের শরীরে ফাইজারের ভ্যাক্সিন প্রয়োগের অনুমোদন মিলেছে।
ইতিমধ্যেই, দেশে জোরকদমে চলছে শিশুদের জন্য ভ্যাকসিন তৈরির কাজ। এক সংস্থা শিশুদের জন্য ভ্যাকসিন তৈরিতে আগ্রহও প্রকাশ করে। তার জন্য পরীক্ষামূলক ট্রায়ালের অনুমতিও মিলেছে বলে জানা গিয়েছে। ততবে ভারতে শিশুদের উপর ফাইজারের টিকা প্রয়োগ করা হবে না কেন? প্রশ্ন উঠলে জানানো হয় ভারতে টিকার আমদানি নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা আছে। যদিও ফাইজারের সাথে কথাবার্তা চলছে বিশেষজ্ঞ মহলের, ইতিমধ্যেই ৫ কোটি টিকা সরবরাহের কথা হচ্ছে বলে জানা গিয়েছে সরকারি সূত্রে। এবিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না পরিষ্কার করে জানা যায় নি।
ব্যুরো রিপোর্ট