Trending

টুইটারের সঙ্গে কেন্দ্রের সাক্ষাত নতুন কিছু নয়। এরইমধ্যে ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ করে কেন্দ্রের রোষে পড়তে হয় টুইটারকেই। যেখানে লাদাখ এবং জম্মু-কাশ্মীরকে ভারতের থেকে বিচ্ছিন্ন এবং স্বতন্ত্র একটি দেশ হিসেবে দেখান হয়। এরপরেই নেটিজেনদের ক্ষোভের মুখে তো পড়তে হয়ই, একইসঙ্গে টুইটার ইন্ডিয়ার এমডি মণীশ মাহেশ্বরীকে গ্রেফতার করা হয়। টুইটারের সঙ্গে কেন্দ্রের সংঘাত যখন সপ্তমে উঠেছে ঠিক তখনই আবারও বিপাকে টুইটার। আর এবার পর্নোগ্রাফি। শিশু পর্নোগ্রাফিকে ঘিরে অভিযোগ উঠেছে টুইটারের বিরুদ্ধে। অভিযোগ জানিয়েছে জাতীয় মহিলা কমিশন।
জাতীয় মহিলা কমিশনের অভিযোগ টুইটার নিজের প্ল্যাটফর্মে শিশু পর্নোগ্রাফি বিষয়কে যথেষ্ট ছাড় দিয়েছে। যাতে রীতিমত ক্ষুব্ধ কমিশন। অবিলম্বে জানতে চাওয়া হয়েছে টুইটারের অবস্থান। এক সপ্তাহের মধ্যে স্পষ্ট জবাব জানাতে হবে এই মাইক্রোব্লগিং সাইটকে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই সংক্রান্ত যাবতীয় ছবি মুছে ফেলতে হবে। মুছে দিতে হবে সব ধরণের অশ্লীল বিষয়বস্তু। একইসঙ্গে দিল্লি পুলিশের কাছেও কমিশনের পক্ষ থেকে পাঠানো হয়েছে কড়া বার্তা। জানিয়ে দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আইনি ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমত টুইটার কর্তৃপক্ষের কাছে দিল্লি পুলিশের তরফ থেকে পৌঁছে গিয়েছে নোটিশ।
ব্যুরো রিপোর্ট