Prime
Daily
এক ব্যক্তি এক পদ’- এজেন্ডা কি আজকের তৃণমূল ভবনে মমতার বৈঠকের মূল বিষয়?
By Business Prime News | June 5, 2021
Daily
ভোটের ফলপ্রকাশের পর আজ শনিবার তৃণমূল ভবনে এক সাংগাঠনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভডের কথা মাথায় রেখে সমস্ত রকম দূরত্ব বিধি মেনেই হবে বৈঠক বলে জানা গিয়েছে। বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা সঠিক ভাবে জানা যায় নি।
বৈঠকে উপস্থিত থাকবেন জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক ও পুর প্রশাসকরা। তবে কাছাকাছি প্রতিনিধিরাই শুধুমাত্র স্বশরীরে উপস্থিত থাকছেন সভায়। দূরের প্রতিনিধিদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মাননীয়া। সূত্র মারফত জানা গিয়েছে, সংগঠনকে মজবুত করতে এই সভায় এক ব্যক্তি এক পদ চালু করার কথা ঘোষণা করতে পারেন তিনি।
গত নির্বাচনে মমতার পরেই স্থান দখল করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। দক্ষতার সাথে দিশা দেখিয়েছেন দলকে। তাই একুশের ভোটের পর রদবদলের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন অনেকেই।
ব্যুরো রিপোর্ট