Daily

অর্থনীতির বেহাল অবস্থা দেখে এবার মোদী সরকারকে তুলোধোনা করতে ময়দানে নেমে পড়ল কংগ্রেস। ২০২০-২১ অর্থবর্ষে দেশে জিডিপির সংকোচন ৭.৩ শতাংশ হবার তথ্য প্রকাশ্যে আসতে মোদী ক্যাবিনেটকে তুলোধোনা করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। অকপটে জানিয়ে দিলেন, দেশের অর্থনীতির অন্ধকারতম বছর হল এটিই।
মঙ্গলবারে দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখার সময়েই চিদম্বরম মোদী সরকারকে এইভাবেই বিঁধলেন। সঙ্গে জানালেন, কেন্দ্রীয় সরকারের সুচিন্তিত এবং সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবের জন্যই আজ এই অবস্থার মুখোমুখি হতে হল দেশকে। তিনি মনে করেন এর ফলে দেশের অর্থনীতির শিয়রে সংকট।
উল্লেখ্য, করোনা ভাইরাসের জেরে দেশের আর্থিক বৃদ্ধিতে দাঁড়ি পড়ে যায়। একের পর এক কর্মসংস্থানের দরজায় তালা পড়ার কারণে মুখ থুবড়ে পড়ে অর্থনীতি। তারই প্রত্যক্ষ প্রভাব পড়েছে ২০২০-২১ অর্থবর্ষে। যেখানে জিডিপি বৃদ্ধির হার কমে এসেছে ৭.৩ শতাংশে। ফলে ধরে নেওয়া যেতে পারে বৃদ্ধিতে ঘাটতি থাকায় এখন তা ঋণাত্মক দিকে এগোচ্ছে। অর্থনীতির এই কঙ্কালসার অবস্থা দেখেই আর চুপ থাকেন নি দেশের প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম। এর দায় সরাসরি চাপিয়ে দিয়েছেন মোদী সরকারের ওপরেই।
ব্যুরো রিপোর্ট