Market
করোনার দ্বিতীয় ছোবলে বেসামাল দেশ। সংক্রমণ ক্রমশ ভয়াবহ রূপ নিতে শুরু করায় বিভিন্ন রাজ্য এখন আংশিক লকডাউন বা পুরো লকডাউন এর পথে হাঁটতে বাধ্য হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ করে দিতে হয়েছে সমস্ত দোকান, বাজার। আবারো গতবছরের চেনা ছবিটা যেন ফিরে ফিরে আসছে। আর তাতেই আতঙ্কে মাংস ব্যবসায়ীরা। কারণ চিকেন কোন রাজ্যেই অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় নেই।
সাধারণত সপ্তাহের শেষ দিন শনিবার এবং রবিবার চিকেনের বিক্রি থাকে সবচেয়ে বেশি। কিন্তু সপ্তাহের এই দুটো দিন এই দোকান বন্ধ রাখার কারণে বিক্রি কমে এসেছে ২৫ -৩০%। যা এপ্রিলের পর সর্বাধিক। দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের কিছু জায়গায় বিক্রি কমেছে ৪০ শতাংশের কাছাকাছি।
জোগানে ঘাটতি নেই এদিকে দোকানেও কাটতি নেই। ফলে দামও পড়ছে নজিরবিহীন। আগে একটা গোটা জ্যান্ত মুরগি কেজি প্রতি ৯০-৯৫ টাকায় বিক্রি হত। এখন ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে বিক্রি হচ্ছে মাত্র ৪০-৪৫ টাকায়। দেশের পশ্চিমাঞ্চলে যেখানে বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায় সেখানে উত্তরের রাজ্যে ৫০-৫৫ টাকায়। এত দাম কমে যাবার পরেও ক্রেতাদের অভাব লক্ষ্য করেই আতঙ্কে ভুগছেন চিকেন ব্যবসায়ীরা। তাই দাবি জানিয়েছেন চিকেনকে সবজি বা দুধের মত অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় রাখা হোক। সেই অনুযায়ী ব্যবসায়ী মহল আর্জি জানাচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে।
ব্যুরো রিপোর্ট