Trending
সলমন খানকে চ্যালেঞ্জ। বলিউডে বিগ এন্ট্রি। বাংলার সুপারস্টার এবার কি তাহলে প্যান ইন্ডিয়া স্টার হয়ে উঠছেন? অন্তত চেঙ্গিজ রিলিজ করার পর এমনটাই মনে করছেন বি-টাউনের অনেকেই।
বলিউডে এখন শনির দশা। শাহরুখ খান ছাড়া আর কেউ সেভাবে দর্শকদের ধরে রাখতে পারেনি। তবু, অনেক আশা নিয়েই রিলিজ করল সলমন খানের কিসি কা ভাই, কিসি কা জান। সলমন খানের সিনেমা রিলিজ মানেই এক আলাদা উত্তেজনা। ভারতবর্ষে সলমন ফ্যানদের সংখ্যা তো কম নয়। কিন্তু ট্রেলার দেখে অনেকেই হতাশ। তাঁরা মনে করছেন, এবার সলমন খানের সেই একই আদবকায়দা মানুষ আর দেখতে চাইছে না। বরং আঞ্চলিক সিনেমার কদর বাড়ছে দিনে দিনে। যেভাবে দক্ষিণের সিনেমা আঞ্চলিক সিনেমা থেকে প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করল অনেকটা সেই রকম। এবার সেই খাতাতেই নাম লেখাল বাংলা। ইদের দিনেই যেন সলমন খানকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন টলিউড সুপারস্টার জিত। একইদিনে রিলিজ করলেন তাঁর অভিনীত এবং প্রযোজিত সিনেমা চেঙ্গিজ। আর রিলিজের পরেই নাকি জিতকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। শুধু বাংলা বলে নয়। হিন্দিতে রিলিজ করার দরুন, মহারাষ্ট্রেও চেঙ্গিজ নিয়ে মাতামাতি হচ্ছে ভালোরকম। কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে সলমন খানের নতুন সিনেমা। কী বলছেন চেঙ্গিজ দেখতে আসা দর্শকরা?
প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি করতে হয়েছে চেঙ্গিজকে। আর কিসি কা ভাই কিসি কা জানের বাজেট প্রায় ৩০ গুণ- ১৫০ কোটি মতন। তবু স্বল্প ব্যায়ে ঝলক দেখাবে চেঙ্গিজ। তার অনেকগুলো কারণ আছে। প্রথম এই গল্পের হাল ধরেছেন বিখ্যাত পরিচালক নীরজ পাণ্ডে। চেঙ্গিজ আদ্যোপান্ত বাংলার ছবি। একইসঙ্গে হিন্দি। সত্তর দশকের কলকাতার আন্ডারওয়ার্ল্ডের গল্প ঘিরেই তৈরি হয়েছে চেঙ্গিজ। ভরপুর অ্যাকশন, নাচগানে মাতোয়ারা চেঙ্গিজ ফ্লপ হবার কোন জায়গাই নেই। দর্শকদের কাছে এটা আরও বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে এই কারণে যে, বি-টাউনে জিতের তেমন নামডাক নেই। সুতরাং, অনেক বড় বড় মাথারাই মনে করতে পারতেন, টলিউডে সুপারস্টার তো কী হয়েছে? বি-টাউনে বাংলার হিরো দেখাবে দাপট? কিন্তু সেটাই তো সত্যি হল। সলমন খানের কিসি কা ভাই, কিসি কি জান রিলিজের দিনেই চেঙ্গিজ রিলিজ করল। সঙ্গে উদ্দীপনাও ধরা পড়ল ভালোরকম। জিতের ফ্যানেরা বলছেন, এবার বলিউড কাঁপাতে রেডি হচ্ছেন অভিনেতা জিত। তখন আর শুধু টলিউডের নন, বরং বি-টাউনের সুপারস্টার হয়ে উঠবেন তিনি। অনেকে তো আবার বলছেন, কিসি কা ভাই কিসি কি জান ডাহা ফ্লপ করবে বরং সলমন খানকে হারিয়ে এগিয়ে যাবে চেঙ্গিজ। বক্স অফিসে রেকর্ড তৈরি করবে বাংলার সিনেমা, বাংলার সুপারস্টার জিত।
বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ