Daily
রনে, বনে,জলে,জঙ্গলে যেখানেই বিপদে পড়ুন, আধার কার্ড স্মরণ করুন। বর্তমানে আধার কার্ডই এক এবং অদ্বিতীয় অবলম্বন যা আপনার পরিচয় ধরে রাখে। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি আপনি সবাই জানি। আর আধার কার্ড নিয়েই প্রতারণার অন্ত নেই।
এবার UIDAI তুলে আনলো চাঞ্চল্যকর তথ্য। UIDAI সূত্রে জানানো হয়েছে, সব ১২ সংখ্যার নম্বরই নাকি আধার নম্বর নয়। তাই আফহার কার্ড, পরিচয়পত্র হিসেবে গণ্য হওয়ার আগে ভেরিফাই হওয়া জরুরি। চিন্তা নেই, সমস্যা যখন আছে, তখন তার সমাধানও আছে। যার সেই উপায়ও বাতলে দিলো UIDAI ই। পরনির্ভরশীল না হয়ে, প্রতারকদের ফাঁদে না পড়ে, বাড়িতে বসে নিজেই অনলাইনে আধার কার্ড ভেরিফিকেশন করুন।
জানুন বিস্তারিত-
প্রথমে ক্লিক করুন UIDAI এর অফিসিয়াল লিংক resident.uidai.gov.in/verify -তে → এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি দিন → ক্যাপচা বা সিক্যুরিটি কোডটি দিন → ‘Proceed to verify’ তে ক্লিক করুন → এরপরই আপনার মোবাইলে বা কম্পিউটার স্ক্রিনে ১২ সংখ্যার আধার নম্বরটি ভেসে উঠবে।
ব্যুরো রিপোর্ট