Prime
Daily
সস্তা মুসুর ডাল, এক ধাক্কায় সেস কমলো অনেকটা
By sanchitabpn21 | July 27, 2021
Daily
সস্তা মুসুর ডাল, এক ধাক্কায় সেস কমলো অনেকটা। মুসুর ডালের উপর থেকে আমদানি শুল্ক কমালো কেন্দ্র। অতিমারী পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জন্যে সরকারের এই সিদ্ধান্ত।
কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, মুসুর ডালের উপর থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেস ২০% থেকে কমিয়ে করা হয়েছে ১০%। এছাড়াও, আমেরিকা থেকে আগত মুসুর ডালের উপর থেকে শুল্ক ৩০% থেকে কমিয়ে ২০% করা হয়েছে। ফলে, বাজারের যে মুসুর ডাল সহ একাধিক কৃষিপণ্যের দাম কমতে চলেছে, তা বলাই যায়।
তবে রিপোর্ট বলছে, প্রতি বছর ভারতে প্রায় ২.৫ কোটি টন মুসুর ডাল প্রয়োজন। কিন্তু এবছর উৎপাদন কম। তাই ডালের অভাবে বাজারে চাহিদা বাড়তে পারে, ফলে ফের উর্ধমুখী হতে পারে ডালের দাম।
ব্যুরো রিপোর্ট