Market
বাড়িয়ে দেওয়া হচ্ছে এটিএম থেকে টাকা তোলার চার্জ। এই নিয়ম লাগু হবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকেই। জানিয়ে দেওয়া হয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে।
এমনিতে গ্রাহকদের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের থেকে মাসে সর্বোচ্চ পাঁচবার বিনামূল্যে টাকা তোলা এবং জমা দেওয়া যায়। এছাড়া টাকা তোলার সর্বোচ্চ সীমা পেরিয়ে গেলে তখন ট্রানজাকশন পিছু ২০ টাকা করে দিতে হয়। কিন্তু আগামী বছর থেকে সেই চার্জ আরও এক টাকা বেড়ে দাঁড়াবে ২১ টাকায়।
এছাড়া ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের টাকা লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার থেকে পরিষেবা মূল্য বাড়ানো হয়েছে। যেমন অর্থনৈতিক টাকা লেনদেনের জন্য ১৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৭ টাকা। তেমনই অর্থনৈতিক লেনদেন ছাড়া যেকোন কাজের ক্ষেত্রেও চার্জ বাড়িয়ে ৫ টাকা থেকে করা হয়েছে ৬ টাকা। সেই চার্জও জারি হয়ে যাবে ১ অগাস্ট থেকে।
ব্যুরো রিপোর্ট