Market
বি পি এন ডেস্ক: গাড়ি শিল্পে বড়রকমের রদবদল হতে চলেছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ২০ বছর এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে ১৫ বছরের পুরনো হলে সেই গাড়ি বাতিলের আওতায় ফেলছেন সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ী। তাঁর দাবি পুরনো গাড়িগুলোর স্বয়ংক্রিয় ফিটনেস পরীক্ষা করাতে হবে। বসানো হতে পারে দূষণ কর। সেক্ষেত্রে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হলে গাড়ির মালিককে দিতে হবে ভারি অঙ্কের জরিমানা। এমনকি গাড়ি বাজেয়াপ্ত করার কথাও জানান। তাই পরিবহনমন্ত্রী পুরনো গাড়ি বাতিল করার কথা জানিয়েছেন। পরিবর্তে বিশেষ সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে গাড়ি কোম্পানিগুলোকে। মন্ত্রী জানিয়েছেন, পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কিনলে সেক্ষত্রে ক্রেতারা ৫% ছাড় পাবেন সংশ্লিষ্ট গাড়ি কোম্পানির থেকে। মন্ত্রীর এই বক্তব্যের পরে ধরে নেওয়া হচ্ছে দেশে প্রায় এক কোটি গাড়ি বাতিল হয়ে যেতে পারে। যদিও ধোঁয়াশা রয়ে গেছে সেখানেও। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, যদি গাড়ি বাতিলকেই বাধ্যতামূলক করা হয় তাহলে গ্রিন ট্যাক্স চালুর অর্থ কি? এছাড়াও ছাড়ের প্রসঙ্গে এখনই কোন সিদ্ধান্ত নিতে নারাজ গাড়ি সংস্থাগুলোর সংগঠন সিয়াম। তাদের দাবি, মন্ত্রী বাধ্যতামূলক করলেও কেন্দ্র এখনও পর্যন্ত নয়া নীতির কোন খসরা প্রকাশ করেনি। তাই খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে সঠিক যাচাই না করে এখনই কোনরকম সিদ্ধান্ত নিতে পারছে না সিয়াম। এদিকে পরিবহনমন্ত্রীর দাবি, এই নীতি কার্যকর হলে গাড়ি শিল্পে ব্যবসার অঙ্ক অনেকটাই বাড়তে পারে। ব্যবসা পৌঁছতে পারে ১০ লক্ষ কোটি টাকায়। বর্তমানে যা ৪.৫লক্ষকোটিটাকা।