Daily

ভয়াবহ দিন আসতে চলেছে। গোটা বিশ্ব তো বটেই, রাক্ষুসে আবহাওয়ার দাপট থেকে রক্ষা পায়নি ভারতও। দিন দিন খারাপ হচ্ছে বিশ্বের আবহাওয়া। আর যার প্রভাব সরাসরি পড়বে দেশের জিডিপির হারে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়তে চলেছে দেশীয় অর্থনীতিতে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হলো।
সম্প্রতি ৪০ জন বিজ্ঞানী জলবায়ু পরিবর্তন নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন। তাতে দেখা গিয়েছে, ইতিমধ্যে জি-টোয়েন্টি ভুক্ত দেশগুলিতে জলবায়ু প্রভাব পড়েছে। কুড়ি বছর ধরে বাড়তে থাকা তাপমাত্রায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। এখানেই শেষ নয়। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ২০৫০ সালের মধ্যে জি-টোয়েন্টি ভুক্ত দেশগুলিতে জলবায়ুর খারাপ প্রভাবের জেরে গড়ে জিডিপির ৪ শতাংশের মতো ক্ষতি হতে পারে। আর এভাবেই এগোলে ২১০০ সাল নাগাদ ক্ষতির পরিমাণ দ্বিগুণ বেড়ে যেতে পারে। রিপোর্ট বলছে, খারাপ জলবায়ু প্রভাব পড়তে চলেছে ভারতের জিডিপির ওপরেও। এর প্রভাব ১০ শতাংশের ওপরে হতে পারে।
রিপোর্টে প্রকাশিত হয়েছে হাড় হিম করা আরও তথ্য। যদি তাপমাত্রার বৃদ্ধির প্রক্রিয়া চলতে থাকে, তাহলে ২০৫০ সাল নাগাদ প্রায় দু কোটির মতো ভারতবাসী নদীতে বন্যার জেরে সমস্যার মুখে পড়তে পারেন। এই হিসেবে কিন্তু জলবায়ুর পরিবর্তনের জেরে রোগের বৃদ্ধির হিসেব নেই। জলবায়ুর পরিবর্তনের কালো ছায়া পড়তে চলেছে দেশের কৃষিক্ষেত্রে। ফলে অনাহার, দুর্ভিক্ষ আর প্রাণহানির মত ঘটনা অচেনা নয়।
ব্যুরো রিপোর্ট