Academy
গেট ২০২২ এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অনেক পরীক্ষার্থীদের হয়তো ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোডও করে ফেলেছেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের গেট পরীক্ষার দায়িত্বে রয়েছে আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.gate.iitkgp.ac.in এই ওয়েবসাইটে গেট পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশদে জানতে পারবেন।
গেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে M.Tech করার সুযোগ পাবেন। আবার বহু নামকরা কোম্পানি গেট পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে নেন। তাই গেট পরীক্ষার গুরুত্ব নিয়ে আর বেশি কিছু নাই বা লিখলাম। কিন্তু তার পরীক্ষা পদ্ধতি, সিলেবাস এবং পরীক্ষার ধরণ নিয়ে রইলো কিছু তথ্য। পরীক্ষার্থীদের সুবিধার্থে দেশের প্রথম শ্রেণীর শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি খড়গপুর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য।
এবছরের গেট পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরের পরীক্ষায় পরিবর্তন বলতে যুক্ত হয়েছে নতুন দুটি সাবজেক্ট- আর্কিটেক্ট ও মেরিন ইঞ্জিনিয়ারিং এবং জিওম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বহু পরীক্ষার্থীই পরীক্ষা বাতিল করার ক্ষেত্রে সম্মতি জানিয়েছে। যদিও স্যানিটাইজার থেকে শুরু করে থার্মাল গান – পরীক্ষার সেন্টারে প্রার্থীদের কথা মাথায় রেখে তৈরি যাবতীয় ব্যবস্থা।
পরীক্ষার মোড কম্পিউটার ভিত্তিক। সময়-৩ ঘণ্টা। প্রতিদিন ২টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ২:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। প্রশ্ন থাকবে ৬৫ টি। অন্যান্যবারের মতোই মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর হিসেবে প্রশ্ন থাকছে এবারের গেটেও।
ব্যুরো রিপোর্ট