Trending
সাত রাত কাটিয়ে চাঁদের মাটিতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে চন্দ্রযান-৩। বিক্রমের ছবি পাঠিয়ে রোভার প্রজ্ঞান জানান দিয়েছে যে তারা দুজনেই ভালো আছে। আর এদিকে খুশির জোয়ারে ভাসছে ভারত। এই মুহূর্তটা ভারতের কাছে যতটা খুশির ততটাই গর্বেরও। তাই গলি থেকে রাজপথ, এখন আলোচনায় শুধু চন্দ্রযান-৩। আর এবার রাখীর বাজারেও রীতিমত ছক্কা হাঁকাচ্ছে চন্দ্রযান-৩।
একেবারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। যদিও দোকানে অনান্য রাখীর ব্যবস্থাও রয়েছে। কিন্তু ক্রেতাদের চোখ আটকাচ্ছে সেই চন্দ্রযান-৩ রাখীতেই। দামও প্রায় আয়ত্তের মধ্যেই। সুতরাং ট্রেন্ড উইদইন বাজেট। স্বাভাবিকভাবেই চাহিদাও যথেষ্ট বেশি।
চন্দ্রযান-৩-এর সফল ল্যান্ডিং দেখে বিক্রেতারা আগেই বাজারের ট্রেন্ডটা ধরতে পেরেছিলেন। সেই মত শুরু হয় এই রাখী তৈরির কাজ। যে রাখীতে চন্দ্রযানের সঙ্গে রয়েছে ভারতীয় পতাকার তিনটি রং মিশ্রিত একটি ব্যান্ড। যা এই রাখীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। খুশি মনে কিনছেন ক্রেতারা। মন খুশি হচ্ছে বিক্রেতাদেরও।
সমীক্ষা বলছে, এই বছর প্রায় ১২ হাজার কোটি টাকার রাখী বিক্রি হয়েছে দেশজুড়ে। তবে, চীনা রাখীর চাহিদা এবার বেশ কম। ভারতে তৈরি রাখী কিনতেই বেশি উৎসাহী সাধারণ মানুষ। সঙ্গে মিষ্টি, উপহার, পোশাক তো রয়েছেই। সুতরাং এফএমসিজি-তে প্রায় ৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে শুধুমাত্র রাখীকে কেন্দ্র করে। আর সেক্ষেত্রে চন্দ্রযান-৩-র একটা বিশেষ ভূমিকা রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
কাঞ্চন দাস
দুর্গাপুর