Trending
মায়ের চোখের কোণের ওই জলটুকু আসলে আনন্দের বহিঃপ্রকাশ। ইতিহাস গড়েছে ভারত। তৃতীয়বারের জন্য চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান। ভারত সহ গোটা বিশ্ব সাক্ষী থেকেছে সেই ঐতিহাসিক মুহূর্তের। তবে তারা জানে কঠিন লড়াইটা এখনও বাকী। আগেরবারের থেকে শিক্ষা নিয়েই আবারও স্বপ্ন দেখা, এই স্বপ্নের উড়ান ধরা। তবে এই স্বপ্নকে বাস্তবায়িত করতে ইসরো যার উপর চোখ বন্ধ করে ভরসা করেছে, তিনি এই বাংলার ছেলে।
যে ক্যামেরার মাধ্যমে চাঁদ দেখবে ভারত, চাঁদ দেখবে গোটা বিশ্ব- এতদিনের এত অপেক্ষা পূরণ করতে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই ক্যামেরার ডিজাইন করেছেন বাংলার ছেলে। নাম অনুজ নন্দী। ছেলের এমন আনন্দের দিনে মায়ের চোখের কোণ যে জ্বলে ভিজবে, সেটাই স্বাভাবিক।
যে চন্দ্রযান তিন নিয়ে এত মাতামাতি, এত হইচই, এত লেখালেখি- সেই চন্দ্রযানের ক্যামেরা ডিজাইন করেছেন এই বাঙালি বিজ্ঞানী। উত্তর দিনাজপুরের ইসলামপুরের আশ্রম পাড়ার ছেলে অনুজ। ইসলামপুরেই প্রাথমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা সেরে রায়গঞ্জে কলেজের পাঠ করতে যান তিনি। বিজ্ঞান আর মহাকাশের প্রতি ঝোঁকই তাকে যুক্ত করায় ইসরোর সঙ্গে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অনুজ বাবুকে।
বাংলার ছেলের এমন কীর্তিতে চারিদিকে এখন শুধুই জয়জয়কার। আজ ১৭ বছরের কর্মজীবনের প্রান্তে দাঁড়িয়ে বাঙালি বিজ্ঞানী বাংলার তথা গোটা ভারতের অনুপ্রেরণা। ছেলের বানানো ক্যামেরার চোখে ভর করেই দেশ যে কাজ করতে পারবে, সেই আশাতেই বুক বাঁধছে আশ্রম পাড়ার অনুজ বাবুর গোটা পরিবার।
অনুপ জয়সয়াল
উত্তর দিনাজপুর