Market

টাটা সন্সের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের জন্য চন্দ্রশেকরন। টাটা ট্রাস্ট এবং চেয়ারম্যান রতন টাটার সম্মতিতেই ফিরে আসবেন তিনি। জানা গিয়েছে, দ্বিতীয়বারের জন্য তাঁর ফিরে আসাটাই স্বাভাবিক। কারণ চন্দ্রশেকরনের কর্মদক্ষতা সকল স্টেকহোল্ডারদের প্রশংসা অর্জন করেছে। পাশাপাশি তিনি বিভিন্ন চ্যালেঞ্জকে গ্রহণ করেছিলেন সংস্থার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে। একইসঙ্গে তিনি প্রতিটি মুহূর্তে রতন টাটার সঙ্গে প্ল্যান এবং পলিসি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনাও করতেন।
এছাড়াও জানা গিয়েছে, চন্দ্রশেকরনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির সঙ্গে দীর্ঘ আইনি যুদ্ধে সংস্থাকে জয়ী করানোর পিছনে। দিনের পর দিন টাটা গ্রুপের পাশাপাশি হাঁটা এবং রতন টাটার সঙ্গে যাবতীয় পরামর্শ করে নিজের কর্মদক্ষতাকে কাজে লাগানোর কোন বিষয়ই টাটা গ্রুপের নজর এড়ায়নি। একইসঙ্গে চন্দ্রশেকরনের স্বাধীন সিদ্ধান্ত যা ব্যবসায়িক দিক থেকে টাটা গ্রুপকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে।
উল্লেখ্য, চন্দ্রশেকরনের প্রথম পর্যায় শেষ হচ্ছে ২০২২ এর ফেব্রুয়ারিতে। কিন্তু সংস্থার বোর্ড তাড়াতাড়ি হোক বা একটু দেরিতে, চেয়ারম্যানের পদে রাখতে চলেছে চন্দ্রশেকরনকেই।
ব্যুরো রিপোর্ট