Daily

বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু এখনো যত্রতত্র বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লেক্স ব্যানার এবং দেওয়াল লিখন রয়েছ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায়। এর ফলে শহরে দৃশ্য দূষণ একটা চরম পর্যায়ে গিয়েছে। এমন অবস্থায় রায়গঞ্জ পৌরসভা এবার কড়া পদক্ষেপ নিতে চলছে। রায়গঞ্জ পৌরসভার পৌর প্রতি সন্দীপ বিশ্বাস সোমবারের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের ফ্লেক্স,ব্যানার খুলে নিতে বলেছেন। না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ।
উল্লেখ্যে গত ২২ শে এপ্রিল ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভায় নির্নাচন সম্পন্ন হয়েছে এবং ২ মে ফল প্রকাশ হয়েছে। কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হবার পরে বেশ কিছু দিন কেটে গেলেও রাজনৈতিক দল নিজেদের প্রচারে ব্যবহৃত ফ্লেক্স ব্যানার খুলে নেয় নি। তাই এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস।
অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুর