Trending
তৃণমূলকে চাঁদা দিয়ে সাধারণ জনগণের মাথায় কাঁঠাল ভেঙে রমরমিয়ে ব্যবসা করছে সিইএসই। ১ জুন সপ্তম দফার নির্বাচন। আই ভোটের আগে বিষয়টা একবার ভেবে দেখুন। পারলে পুরনো ইলেক্ট্রিক বিল ঘরে থাকলে মিলিয়ে দেখে নিন। বিগত ১০ বছরে কীভাবে বেড়েছে বিদ্যুতের বিল। শেষ দফা নির্বাচনের আগে নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
সম্প্রতি নিজের এক্স হ্যান্দেলে পোস্ট করে সাধারণ জনগণকে সাবধান করেছেন তিনি। জানিয়েছেন, বিষয়টা একবার ভেবে দেখুন। আপনার ঘরে বিদ্যুতের বিল বাড়ছে। আর সেই টাকায় ভোটের প্রচার সারছে তৃণমূল। লাভবান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দফা নির্বাচনের আগে এই পুরো বিষয়টা খেয়াল রাখার আর্জি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে রাজ্যের শাসক দলকে কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে সিইএসসি। আর সেই টাকা দেওয়ার পরই চুপিসারে ইউনিট প্রতি বিদ্যুতের বিল বাড়িয়েছে এই বিদ্যুৎ সংস্থা। এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। নির্দিষ্ট একটি সংস্থার থেকে কোটি কোটি টাকা চাঁদাদিস্তলাভবান হচ্ছে তৃণমূল। সাধারণ জনগণকে লুঠ করে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে, আর সেই টাকায় দেদার চলছে ভোটপ্রচার। নিজের লাভের দিকটা দেখে ইচ্ছ করেই সিইএসই-কে একচেটিয়া ব্যবসা করার সুবিধা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারখেসারত দিতে হচ্ছে কোলকাতা এবং কোলকাতার পাশ্ববর্তী অঞ্চলের সাধারণ জনগণকে। কটাক্ষ শুভেন্দুর।
নিজের এক্স হ্যান্ডেলে কি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? দেখুন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ