Market
বি পি এন ডেস্কঃ তেলে জিএসটি বসানোর জন্য কেন্দ্র এবং রাজ্যকে একছাতার তলায় আসতে হবে। মতবিরোধের জায়গা না রাখলে বসতে পারে জিএসটি, কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। কিছুদিন আগে এমন ইঙ্গিতই দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যদিও সোমবার সংসদে তাঁর গলায় শোনা গেল একেবারে উল্টো সুর।
তাঁর বক্তব্য অনুযায়ী, আপাতত পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনার কোন সম্ভাবনাই নেই। কবে হতে পারে, সেটাও জিএসটি পরিষদ সঠিক সময়েই জানাবে বলে তৈরি হল ধোঁয়াশা।
প্রায় তিন সপ্তাহ হয়ে গেল পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই চড়ে গিয়ে এখন থেমেছে। কমার আশা না থাকায় তার প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ফলে রোখা যাচ্ছে না মূল্যবৃদ্ধি। এদিকে অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর স্বীকার করে নিয়েছেন, এই বছর জানুয়ারি পর্যন্ত পেট্রোলের দাম বাড়ায় মূল্যবৃদ্ধি হয়েছে ৭.৩৮% থেকে ১২.৫৩%। ডিজেলের ক্ষেত্রে ৬.৪৪% থেকে ১২.৭৯%।
মূল্যবৃদ্ধির চাপে পড়ে যখন সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা তখন কেন্দ্র কেন সঠিক দিশা দেখাতে পারছে না? তেলের শুল্ক থেকে কেন্দ্র-রাজ্য দুইই বিপুল আয় করে। সেক্ষেত্রে শুল্কের অঙ্ক কমালেও খানিকটা চাপ মুক্ত হতে পারেন আমআদমি। তাই সুরাহা পেতে কি পদক্ষেপ নিতে পারে সরকার, তাই নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ