Market

সঙ্কট কাটাতে নোট ছাপাবে না কেন্দ্র। সোমবার লোকসভায় এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে তোলার জন্য অতিরিক্ত নোট ছাপাবে না কেন্দ্র।
উল্লেখ্য, অতিমারির ঢেউ আছড়ে পড়ার পর অর্থনীতির ভিত যথেষ্ট নড়বড়ে হয়ে যায়। এই সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ রঘুরাম রাজনের মত প্রথম সারির তাবড় অর্থনীতিবিদরা কেন্দ্রকে পরামর্শ দিয়েছিলেন অতিরিক্ত নোট ছাপাবার জন্য। মানুষের হাতে নগদের জোগান বাড়লে তবেই বাজারে ক্রেতার চাহিদা অনেকটা বেড়ে যাবে। ফলে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে শিল্প থেকে বাণিজ্য।
কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরিবর্তে জানান যে, গত বছর অতিমারি এবং তা নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ২০২০-২১ অর্থবর্ষে জিডিপির সংকোচন হয়েছিল। কিন্তু লকডাউন শিথিল হওয়ায় এবং আত্মনির্ভর ভারত মিশনের দরুণ আবারও ছন্দে ফিরছে অর্থনীতি।
ব্যুরো রিপোর্ট