Trending

সংকটকালে প্রতারকদের নয়া অস্ত্র। এসএমএসের মাধ্যমে দেওয়া হচ্ছে ভ্যাকসিনের টোপ
এসএমএস করা হচ্ছে একটি লিঙ্ক। আর লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই সর্বনাশ। হ্যাকাররা পেয়ে যাবে আপনার ফোনের যাবতীয় তথ্য।
নাগরিকদের সচেতন করছে ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম।
জানান হয়েছে, এসএমএসের মাধ্যমে গ্রাহকদের ৫টি অ্যাপের যেকোন একটি ডাউনলোড করে ইন্সটল করতে বলছে। অ্যাপগুলি এপিকে ফরম্যাটেই ডাউনলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে প্রতারকদের কাছে তথ্য চুরি করা আরও সহজ হয়ে যাবে।
জেনে নেওয়া যাক কী কী সেই অ্যাপ
Covid-19.apk , Vaci_Regis.apk, MyVaccin_v2.apk, Cov-Regis.apk, Vccin-Apply.apk
একদিকে যখন দেশে ভ্যাকসিনের হাহাকার, ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন। তখন সাধারণ মানুষকে লোভ দেখিয়ে এভাবেই তথ্য চুরির ফাঁদ পেতেছে প্রতারকেরা। তাই সাবধান। গ্রাহকদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের নির্দেশ দেওয়া হচ্ছে।
ব্যুরো রিপোর্ট