Market
বি পি এন ডেস্ক : আর্থিক ঝিমুনিতে বসে যাওয়া দেশীয় বাজারকে চাঙ্গা করতে বিশেষত উৎপাদনী শিল্পকে অক্সিজেন জোগাতে জোর ধাক্কা দিল কেন্দ্রের মোদি সরকার। অর্থনীতিবিদেরা যাকে বিগ পুশ বলে থাকেন। এইবার সেই বিগ পুশের হাত ধরে ভারতের আভ্যন্তরীণ ও রপ্তানির বাজারে জোর হালচাল দেখা দেবে বলেই মনে করছেন অনেকে। এক্ষেত্রে মোদি সরকার ট্রাম্প কার্ড হিসেবে ঘোষণা করলেন উৎপাদন ভিত্তিক আর্থিক উৎসাহ প্রকল্পের। এই প্রকল্পের আওতায় আনা হল ওষুধ থেকে টেলিকম। টেলিকম থেকে ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদনগুলিকে। সম্প্রতি কেন্দ্রীয় সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ ঘোষণা করলেন একগুচ্ছ প্রকল্প। ঘোষণা করলেন ২২ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ।
মূলত পড়শি চায়নার সঙ্গে রপ্তানির বাজারে বুক চিতিয়ে ব্যবসা করার ইন্ধন হল এই আর্থিক প্যাকেজ। যা এককথায় প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ হিসেবেই পরিচিত। এই আর্থিক প্যাকেজের হাত ধরে ওষুধ থেকে টেলিকম। টেলিকম থেকে ইলেকট্রনিক্স বিশেষত মোবাইল, এলইডি বাল্ব, ট্যাব, সার্ভার সহ বিভিন্ন শিল্পে আসবে নিশ্চিত বিনিয়োগ। তৈরি হবে ১ লক্ষ ৮০ হাজার কর্মসংস্থান। এর মধ্যে শুধু ওষুধ শিল্প পাবে ১৫ হাজার কোটি টাকার উৎসাহ ভাতা। আর ইলেকট্রনিক্স ক্ষেত্র পাবে ৭,৩৫০ কোটি টাকা। তাই ২০২২ থেকে ২০২৮ সালের মধ্যে ভারত আনুমানিক ২.৫ লক্ষ কোটি টাকার আইটি প্রোডাক্ট বিদেশে রপ্তানি করবে এবং দু লক্ষ কোটি টাকার ওষুধও রপ্তানি করবে। এর মধ্যে শুধু আলাদা করে ৪১ হাজার কোটি টাকা রাখা হয়েছে এসি, এলইডি বাল্ব এবং মোবাইল ফোন ও তার যন্ত্রাংশের জন্য।