Market
ভারতের বাজারে ক্রমশই নিজের পরিধি বাড়াচ্ছে ক্রিপ্টোকারেন্সি। বাড়ছে বিনিয়োগে উৎসাহ। বিটকয়েন, ইথারের মত ক্রিপ্টোকারেন্সির সঙ্গে এখন অনেকেই পরিচিত হচ্ছেন। ফলে যত দিন যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি ততই কেন্দ্রের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ নিয়ে একটি বৈঠক করে অর্থমন্ত্রকের প্যানেল। যেখানে উঠে আসে ক্রিপ্টোকারেন্সি নিয়ে সরকার কী অবস্থান নেয়।
সূত্রের খবর, যেভাবে ক্রিপ্টোকারেন্সি ভারতের বাজারে নিজের ডালপালা ছড়াচ্ছে, তাতে করে কখনই ক্রিপ্টোকারেন্সিকে বন্ধ করে দেওয়া যাবে না। পরিবর্তে নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো যেতে পারে বলেই মনে করছে কেন্দ্র। ইতিমধ্যেই ক্রিপ্টোকারেন্সির এই ব্যপক বৃদ্ধি কিছুটা উদ্বেগ তৈরি করেছে অর্থমন্ত্রকে। সেবি ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রিপ্টোকারেন্সির এই বেলাগাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সুতরাং আর্থিক স্থিতিশীলতা আদৌ ক্রিপ্টোকারেন্সি দিতে পারবে কিনা সেটাই এখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
এল সালভাডোরে ক্রিপ্টোকারেন্সি এখন সম্পূর্ণ বৈধ। ভারতেও বিটকয়েন বা ইথারের মত ক্রিপ্টোকারেন্সি যথেষ্ট কৌতূহল তৈরি করছে। তাই কেন্দ্র এখন ক্রিপ্টোকারেন্সির বাজারের উপর নজরদারি বাড়াচ্ছে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতের অবস্থান কী হতে পারে সেটা জানা যাবে আগামী দিনেই।
ব্যুরো রিপোর্ট