Market
ডিজিটাল মুদ্রা নিয়ে এবার কড়া হতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে সরকারের মনোভাব কতটা কঠোর হতে পারে সেই বিষয়ে এখনো স্পষ্ট কোন ইঙ্গিত না পাওয়া গেলেও ডিজিটাল মুদ্রার রমরমা যে ক্রমশই বাড়ছে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের চিন্তার পারদও যে একইসঙ্গে বাড়ছে তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি নির্মলা সীতারামনের বার্তায়। এই বিষয়ে সীতারামন জানিয়েছেন, ইতিমধ্যেই ক্রিপ্টোকারেন্সি বিল নিয়ে বেশ কিছু জল্পনা তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট সকল দফতরের সঙ্গে আলোচনা করেই বিল পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, সাধারণ মুদ্রার মত ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যম হিসেবে একেবারেই গ্রহণযোগ্য হবেনা। এমনকি ফরেন ট্রানজাকশনের জন্যও ক্রিপ্টোকারেন্সিকে বিবেচনা করা হবেনা। তাই সাধারণ নাগরিকদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে যথেষ্ট সচেতন করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও ডিজিটাল মুদ্রা এই ক্রিপ্টোকারেন্সিকে রাখা হবে রিজার্ভ ব্যাঙ্কের কড়া নিয়ন্ত্রণে। আর ডিজিটাল মুদ্রার উপরে গোড়া থেকেই নজরদারি চালাবে সেবি। এখন ক্রিপ্টোকারেন্সিকে সবদিক থেকে নিয়ন্ত্রণে আনতে আর কী কী পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, সেদিকেই তাকিয়ে রয়েছেন আর্থিক বিশ্লেষকরা।
ব্যুরো রিপোর্ট