Market
একে কৃষক বিরোধী আইন, দুয়ে সারের চড়া দাম। কোনঠাসা কৃষকদের রোষের মুখে বারবার পড়েছে মোদী সরকার। বিরোধীরাও তোপ দেগেছে। কাঠগড়ায় তুলেছে মোদী ক্যাবিনেটের নেতা-মন্ত্রীদের। ঠিক এমনই সময় কৃষকবন্ধুর ভূমিকায় কেন্দ্র।
শুক্রবার সার সংস্থাগুলির কাছে কেন্দ্রের নির্দেশ পৌঁছল, সারের দাম আর বাড়ানো যাবে না। পুরনো এমআরপিতেই কৃষকরা কিনতে পারবেন ইউরিয়া মুক্ত সার। ডি-অ্যালুমিনিয়াম ফসফেট, এনপিকে বা মুরিয়েট অব পটাশের মত সারের দাম চড়তে থাকায় সঙ্কটের মুখে পড়েন কৃষকেরা। তখন অবশ্য কেন্দ্রের যুক্তি ছিল, কাঁচামালের মূল্যবৃদ্ধি। যে কারণেই ইউরিয়া মুক্ত সারের দাম কৃষকদের নাগালের বাইরে চলে যায়। বিরোধীদের বাক্যবাণে বিদ্ধ হয় কেন্দ্রের এই সিদ্ধান্ত। তারপরেই সার সংস্থাগুলির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাসায়নিক এবং সার প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য।
সার সমবায় ইফকো জানিয়েছে, নতুন বস্তার ওপর ১৭০০ টাকা লেখা থাকলেও কৃষকদের জন্য ঐ দামে বিক্রি হবে না। আগের মতই ১২০০ টাকা বস্তায় কৃষকদের কাছে বিক্রি করা হবে। চাষের খরচ বাড়তে থাকায় চাষিদের মনে ক্ষোভ জমছিল। সারের দাম বেঁধে দেওয়ায় স্বস্তি পাবেন কৃষকেরা। সার সংস্থাগুলিও কেন্দ্রের নির্দেশ মানতে রাজি হয়েছে।।
ব্যুরো রিপোর্ট