Market
দেশের কৃষকদের সহায়তার জন্য বর্তমানে চালু আছে বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারি প্রকল্প। যে প্রকল্পগুলির সুবিধা পেলে দেশের কৃষকদের আর্থিক সুরাহা অনেকটা হতে পারে। কিন্তু তার জন্য প্রয়োজন নির্দিষ্ট জায়গায় আবেদন, প্রয়োজন সঠিক নথিপত্রের। আসুন আজ জেনে নেওয়া যাক এই সকল প্রকল্পগুলি সম্পর্কে।
কিষান সম্মাননিধি
২০২১ সালে বাংলায় এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। যেখানে কৃষক জমির পর্চা দেখাতে পারলেই বছরে তিনবার ২০০০ টাকা করে পাওয়া যাবে। মানে, বছরে সর্বমোট ৬ হাজার টাকা পাবেন একজন কৃষক। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন পরিবারের একজন।
কিভাবে আবেদন জানাবেন?
দরখাস্ত করতে হবে https://pmkisan.gov.in এ। অনলাইনে প্রাপ্ত কাগজের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, জমির পাট্টা, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে ব্লক কৃষি দফতরে। সব তথ্য এবং নথি ঠিক থাকলেই পাওয়া যাবে কিষান সম্মাননিধির টাকা।
রাজ্য দুর্যোগ মোকাবিলা ফান্ড
কৃষকরা আর্থিক সহায়তা পাবেন এখান থেকেও। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হলে সেক্ষেত্রে চাষের উপকরণ কেনার জন্য পাওয়া যাবে ১ হাজার টাকা থেকে সর্বাধিক ২৭,৫০০ টাকা। কৃষকের কতটা এলাকা ক্ষতিগ্রস্ত হল তার ওপর নির্ভর করেই কৃষকেরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন।
কিভাবে আবেদন জানাবেন?
দরখাস্তের ফর্ম, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কম্পিউটারাইজড পর্চা নিয়ে জমা দিতে হবে সহ-কৃষি অধিকর্তার দপ্তরে। তথ্য এবং নথি যাচাইয়ের পরেই মিলবে টাকা।
এই প্রকল্পের উদ্দ্যেশ্য হল কৃষকদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলা। তার জন্য প্রশিক্ষণ, প্রদর্শনী ক্ষেত্র, শিক্ষামূলক ভ্রমণ সহ বিভিন্ন ফার্ম স্কুলে ভিজিট করান হয়। তারপর তাঁদের সিড মানি দেওয়া হয় যাতে কৃষকেরা আত্মনির্ভর হতে পারেন। মূলত এই প্রকল্পে ব্লক স্তরে কৃষি দফতর, উদ্যানপালন, প্রাণীসম্পদ, মৎস্য, রেশম এবং কৃষি বিপণন দপ্তর একসঙ্গে কাজ করে থাকে।
ব্যুরো রিপোর্ট