Market

এয়ার ইন্ডিয়ার হাত বদলের প্রক্রিয়া এবার দ্রুত সেরে ফেলতে চাইছে কেন্দ্র। তার কারণ এয়ার ইন্ডিয়ার জন্য প্রতিদিন সরকারকে খরচ করতে হচ্ছে ২০ কোটি টাকা। যা মূলত করদাতাদের টাকা থেকেই করা হচ্ছে। আর এই কারণে এয়ার ইন্ডিয়াকে টাটাদের হাতে তুলে দেবার জন্য উঠেপড়ে লেগেছে সরকার।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের চেষ্টা আগেও একবার করা হয়েছিল। কিন্তু এয়ার ইন্ডিয়ার মাথায় রয়েছে ৭০ হাজার কোটি টাকার ক্ষতি। দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা হওয়া সত্ত্বেও লোকসানের ভারে একেবারে থমকে যায় সংস্থার উড়ান। যে কারণে সরকারের কাছে তা কার্যত হাতি পোষার সামিল হয়ে দাঁড়াচ্ছিল।
সূত্রের খবর, টাটা এয়ার ইন্ডিয়ার জন্য খরচ করতে চলেছে ২,৭০০ কোটি টাকা। এছাড়া আরো ১৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে টাটা গ্রুপ। এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ নিয়ে প্রথম থেকেই তীব্র বিরোধিতা করে আসছে কংগ্রেস। তবে ডিপাম সূত্রে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনের জন্য ঠিকঠাক বিনিয়োগের প্রয়োজন ছিল। আর সেই বিনিয়োগ টাটা গোষ্ঠী করবে বলে কেন্দ্রর তরফ থেকে জানানো হয়েছে।
ব্যুরো রিপোর্ট