Market

বিদ্যুৎখাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পুঁজি ঢালতে সায় দিয়েছেন। জানিয়েছেন, কেন্দ্রের লক্ষ্য এখন বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়ন। আর সেই সূত্রেই তিনি জানিয়েছেন, ঋণের ভারে জর্জরিত বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির সংস্কার নিশ্চিত করতে হবে। তার জন্য রাজ্যে জিডিপির ০.৫% বাড়তি ঋণ যেমন মঞ্জুর করে দেওয়া হবে তেমনই পাঁচ বছরের জন্য ৩.০৩ লক্ষ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হবে। যদিও সেটা শর্তসাপেক্ষে। এমনই জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার আর্থিক বিষয়ক কমিটি।
তবে জানানো হয়েছে যে, এই অর্থ বরাদ্দ করা হবে শর্তসাপেক্ষে। অর্থাৎ রাজ্য বিশেষে আলাদা করে এই বিষয়টি দেখা হবে। তারজন্য রাজ্যকেও পূরণ করতে হবে কয়েকটি শর্ত। যেমন অডিট হবার পর তার আর্থিক রিপোর্ট প্রকাশ করতে হবে, রাজ্যের কাছে মিটিয়ে দিতে হবে বণ্টন সংস্থার যাবতীয় বকেয়া। বণ্টন সংস্থাগুলিকে তৈরি করতে হবে ক্ষতি কমানোর রূপরেখা। সেটা অনুমোদন করাতে হবে রাজ্যকে দিয়ে। তারপর কেন্দ্রের কাছে জমা দিতে হবে। তবেই পাওয়া যাবে এই অর্থ।
বুধবার বৈঠকের পরে বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ জানিয়েছেন, বিদ্যুৎ বণ্টন শক্তিশালী করা অনেকটা জরুরি। তারজন্য কেন্দ্র ৩.০৩ লক্ষ কোটি টাকার প্রকল্পে সায় দিয়েছে। এর মধ্যে কেন্দ্রের বরাদ্দ ৯৭ হাজার কোটি টাকা। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রকল্পে ২৫ কোটি স্মার্ট মিটার, ১০ হাজার ফিডার এবং ৪ লক্ষ কিমি লো টেনশন ওভারহেড লাইন তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আগামী ৫ বছরে কেন্দ্র চায় প্রযুক্তিগতভাবে এবং বাণিজ্যিক দিক থেকে ক্ষতির অঙ্ক ১২ শতাংশ নামিয়ে আনতে।
ব্যুরো রিপোর্ট