Trending

কোভিডের দ্বিতীয় ঢেউকে সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন মোদি ক্যাবিনেটের সদ্য প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তার জেরে চাকরিও খোয়াতে হয়েছে তাঁকে। পরিবর্তে স্বাস্থ্য দপ্তর সামলানোর জন্য নরেন্দ্র মোদী ভরসা রেখেছেন মনসুখ মান্ডব্যর ওপরেই। তাই ২০২৪-কে পাখির চোখ করে করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে দেশকে বাঁচানোর পাশাপাশি কিছুটা গদি বাঁচানোর পরীক্ষাতেই নেমে পড়তে হল মোদি ঘনিষ্ঠ দেশের এই নয়া স্বাস্থ্যমন্ত্রীকে। স্বাস্থ্যদপ্তরের অগ্রাধিকার এখন শুধুই করোনা। কারণ দ্বিতীয় ঢেউ বিদায় জানাতে শুরু করলেও তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কবার্তা আবারও মোদি সরকারকে চ্যালেঞ্জের মুখেই ফেলে দিচ্ছে। তাই পরিস্থিতি বেসামাল হবার আগেই ২৩ হাজার ১২৩ কোটি টাকার আপৎকালীন আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র।
এমনিতেই করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত টালমাটাল হয়ে যায় মোদি ক্যাবিনেট। একদিকে অর্থনীতির বেহাল ছবিটা প্রকাশ্যে চলে আসে, অন্যদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থতা। আর এই দুয়ের সাঁড়াশি চাপে পড়েই বিস্তর অভিযোগ জমা হয় মোদি সরকারের বিরুদ্ধে। দেশ থেকে বিদেশ সর্বত্রই মোদি সরকারের ব্যর্থতাকেই তুলে ধরা হয়। যার দরুন মুখ পোড়ে মোদি ক্যাবিনেটের। তাই তৃতীয় ঢেউতে যাতে না এই ছবিরই পুনরাবৃত্তি না হয়, তার জন্যই মোদি সরকার আঁটঘাট বেঁধেই আগাম প্রস্তুত হয়ে নেমে পড়তে চাইছে।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। তাই, শিশুদের কথা মাথায় রেখেই এত বিরাট অঙ্ক খরচ করতে চলেছে কেন্দ্র। নতুন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, দেশের ৭৩৬টি জেলায় তৈরি করা হবে শিশুরোগ চিকিৎসাকেন্দ্র। ২০ হাজার আইসিইউ শয্যার পাশাপাশি কোভিড পথ্যের জন্যও এত বড় অঙ্ক খরচ করা হবে।
এই ২৩ হাজার কোটির মধ্যে ১৫ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র এবং বাকি ৮ হাজার কোটি দেবে রাজ্য। আগামী ৯ মাসের মধ্যে এই টাকা খরচ করে যাবতীয় প্রস্তুতি নিতে হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
ব্যুরো রিপোর্ট