Market

অতিমারি আটকে দিয়েছে ঘুরতে থাকা অর্থনীতির চাকা। বেহাল অবস্থা ভেঙে দিয়েছে অর্থনীতির মেরুদণ্ড। এই অবস্থায় পঙ্গু অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে বেসরকারিকরণের ওপর ভরসা রাখছে মোদি ক্যাবিনেট। যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারত পেট্রোলিয়াম।
সরকারের হাতে থাকা বিপিসিএলের ৫২.৯৮ শতাংশ শেয়ার বিক্রি করার কথা আগেই জানান হয়েছিল সরকারের তরফ থেকে। সূত্রের খবর, এবার সরকারের লক্ষ্য ১০০% বিদেশি বিনিয়োগ। অর্থাৎ ভারত পেট্রোলিয়ামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মোদি সরকার নিজের কাঁধ থেকে নামিয়ে তুলে দিতে চাইছে বেসরকারি কোন সংস্থার হাতে। তবে চটজলদি এই প্রক্রিয়াকরণ সম্ভব নয়। তাই, ধাপে ধাপে গোটা প্রক্রিয়াকরণটি বাস্তবায়িত করবে কেন্দ্র।
জানা গিয়েছে, এই বিষয়ে ইতিমধ্যেই একটি খসড়া প্রস্তাব পাঠান হবে কেন্দ্রীয় মন্ত্রীসভায়। যে প্রস্তাবটি তৈরি করেছে কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য মন্ত্রক। মন্ত্রীদের সম্মতি পেলে তারপরেই সরকারিভাবে অনুমোদনের জন্য পাঠান হবে। যার ফলে, রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি চালিত হবে বেসরকারি কোন সংস্থার দ্বারা।
ইতিমধ্যে সরকারের হাতে থাকা বিপিসিএলের ৫২.৯৮% শেয়ার কিনতে আগ্রহ দেখিয়েছে বেসরকারি সংস্থা বেদান্ত। এছাড়াও বিদেশি দুটি বেসরকারি সংস্থা বিপিসিএল কিনতে আগ্রহী। কিন্তু বেসরকারি সংস্থার হাতে পড়ে কি আদৌ সাধারণ মানুষের সুরাহা হবে? নিয়ন্ত্রিত হবে কি তেলের দাম? এই প্রশ্নটাই ভবিষ্যতের জন্য তুলে রেখেছেন দেশবাসী।
ব্যুরো রিপোর্ট