Market
বি পি এন ডেস্ক: কেন্দ্রের নজরে এবার রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা বা এলআইসি। আগামী অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের হাতে থাকা অংশীদারির কিছুটা বাজারে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজকোষে ঢুকতে পারে মোটা অঙ্ক। অংশীদারি বিক্রির এই ঘোষণা অবশ্য এবারের বাজেটেই উল্লেখ করা হয়েছিল। সেক্ষেত্রে এলআইসির অথরাইজড ক্যাপিটাল ২৫,০০০ কোটি টাকায় নিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা করে হলে বাজারে ছাড়া হতে পারে ২,৫০০ কোটি শেয়ার। অংশীদারি বিক্রির পরের পাঁচ বছর এলআইসির ৭৫% কেন্দ্রের হাতে থাকলেও পরে তা কমিয়ে আনা হবে ৫১ শতাংশে। অর্থাৎ বাজারে বিক্রি করা হবে সংস্থার আরও শেয়ার। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে অনেক সংশ্লিষ্ট মহল। তাদের মতে মানুষের স্বার্থে কেন্দ্রের এই বিলগ্নির সিদ্ধান্ত খুব একটা ফলপ্রসূ হবে না। এদিকে কেন্দ্রের দাবি, এই পথ গ্রহণ করলেও সরকারের কাছেই থাকবে এলআইসির অধিকাংশ শেয়ার। ফলে নিয়ন্ত্রণের রাশও থাকবে তাদের হাতে। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ