Trending

আর নয় প্লাস্টিকের জাতীয় পতাকা। এবার স্বাধীনতা দিবসের আগে এমনই নির্দেশ এসে পৌঁছল কেন্দ্র থেকে। যেখানে বলা হয়েছে, প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা যাতে ব্যবহার না করা হয় সেদিকেই খেয়াল রাখতে হবে সমস্ত রাজ্যগুলিকে।
উল্লেখ্য, ১৫ অগাস্টের আগে গোটা দেশজুড়েই প্লাস্টিকের জাতীয় পতাকা বিক্রি একেবারে তুঙ্গে ওঠে। বাড়ি থেকে গাড়ি সর্বত্রই দেশবাসীকে প্লাস্টিকের জাতীয় পতাকা লাগিয়ে স্বাধীনতা উদযাপন করতে দেখা যায়। আর এর ফলে গোটা দেশ বড়সড় পরিবেশ দূষণের মুখোমুখি হয়। কারণ স্বাধীনতা দিবসের পরের দিন এই প্লাস্টিকের পতাকার ঠাঁই হয় কখনও রাস্তার ধারে ডাস্টবিনে তো কখনও নিকাশি নালায়। আর যে কারণে দূষণ বৃদ্ধি ঘটায় প্লাস্টিকের জাতীয় পতাকা। এর ফলে বৃষ্টিতে জল জমে যাওয়ার মত সমস্যাও তৈরি হয়।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় পতাকার প্রতি নিষ্ঠাভাবে সমস্ত মানুষের সম্মান প্রদর্শন করা উচিৎ। কিন্তু দেখা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন প্লাস্টিকের পতাকা ব্যবহার করে স্বাধীনতা প্রদর্শনের হিড়িক বাড়লেও তারপর দিন কিন্তু মানুষের মনে সেই শ্রদ্ধার ভাব থাকেনা। আর যেকারণেই প্লাস্টিকের জাতীয় পতাকা আসলে পরিবেশের জন্য ব্যপক দূষণ তৈরি করে। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশমাফিক সঠিক পদ্ধতিতেই জাতীয় পতাকার ব্যবহার এবং সংরক্ষণের দিকে কড়া নজর দিতে বলা হয়েছে। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া মেনেই তৈরি করতে হবে কাগজের জাতীয় পতাকা। যা কোনভাবেই নষ্ট করা বা ছিঁড়ে ফেলে দেওয়া না হয়। সেদিকেই রাজ্যগুলিকে নজর রাখতে বলেছে কেন্দ্র।
ব্যুরো রিপোর্ট