Market

আশার আলো দেখতে পাচ্ছেন সরকারি কর্মীরা। করোনা পরিস্থিতির জেরে ২০২১ সাল থেকে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল সরকারি কর্মচারিদের ডিএ বৃদ্ধি। তবে জানা গিয়েছে, হয়ত জুন মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র। মনে করা হচ্ছে, বেসিক স্যালারির ৪শতাংশ বৃদ্ধি পাবে ডিএতে।
কোভিডের দ্বিতীয় পর্বে সরকারের সমস্ত রকম কাজকর্ম চালু থাকলেও ডিএ বৃদ্ধিতে পড়েছিল কাঁটা। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কোভিড ঝড়ে টালমাটাল দেশের অর্থনৈতিক পরিস্থিতি। একের পর এক ধাক্কা খেয়েছে সরকারের প্রত্যেকটি যোজনা। ফলে সরকারি কর্মী সহ পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি একেবারে আটকে যায়। এমন পরিস্থিতিতে কেন্দ্র যদি আবার এগিয়ে আসে তাহলেও খানিক স্বস্তি পাবেন কর্মচারীরা।
ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম স্টাফ সাইড জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ২০২১-এর জুন মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা আবার করতে পারে। এই নিয়ে অর্থমন্ত্রকের সঙ্গে চলছে লাগাতার আলোচনা। ফলে হাসি চওড়া হচ্ছে সরকারি কর্মচারীদের।
ব্যুরো রিপোর্ট