Market

ওএনজিসি নিয়ে এবার প্রকাশ্যে এলো কেন্দ্রের বিরক্তি। জানা গিয়েছে, পরিকল্পনার অভাবে ওএনজিসির গভীর সমুদ্রে চলা প্রকল্পগুলির কাজ ধাক্কা খেয়েছে। যার দরুন কেন্দ্রকে ১৮ হাজার কোটি টাকা বাড়তি গুণতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্র। সূত্রের খবর, কেজি-ডি৫ এর মত প্রকল্পটি বাস্তবায়িত হবার কথা ছিল অনেক আগেই।
উল্লেখ্য, ২০১৯ সালের জুন মাসে এই প্রকল্প মারফত গ্যাস উৎপাদন করার কথা জানিয়েছিল ওএনজিসি। এমনকি তেল উত্তোলন করার কথা শোনা যায় ২০২০ সালে। কিন্তু প্রকল্পটি ঢিমেতালে শুরু হওয়ার কারণে প্রকল্পটি এই বছরের শেষে পৌঁছে যায়। তার উপর রয়েছে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা। সব মিলিয়ে মনে করা হচ্ছে, ২০২২ সালের শেষ ত্রৈমাসিক লেগে যাবে শুধু তেল তোলার জন্য। গ্যাস উৎপাদন শুরু হতে হতে ২০২৩ এর এপ্রিল-মে মাস। যার দরুন ১৮ হাজার কোটি টাকা আমদানি খরচ বাড়তে চলেছে কেন্দ্রের। এরপরেই কার্যত ওএনজিসিকে নিয়ে চরম বিরক্তি প্রকাশ করতে দেখা যায় কেন্দ্রকে। যদিও ওএনজিসির তরফ থেকে কোনরকম মন্তব্য আসেনি।
ব্যুরো রিপোর্ট