Market

দার্জিলিংয়ের চা আগেই জিআই তকমা কুড়িয়েছে। এবার দার্জিলিংয়ের চা নিয়ে আরো কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, দার্জিলিং, অসম, নীলগিরি এবং কাঙরা-র চায়ের সঙ্গে অন্য কোন আমদানি করা চা ব্যবসায়ীরা মেশাতে পারবেন না। এমনকি যদি কোন দেশ থেকে চা আমদানি করাও হয়, তবে তার উৎস সম্পর্কেও জানাতে হবে ক্রেতাদের।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই চা শিল্পের একাংশ অভিযোগ জানিয়ে আসছিল, দার্জিলিংয়ের জিআই তকমা পাওয়া চায়ের সঙ্গে মেশানো হচ্ছে নেপালের চা। ফলে দার্জিলিংয়ের চায়ের মান পড়ছে। ক্রেতারাও সঠিকভাবে সেই চায়ের স্বাদ নিতে পারছেন না। এমনকি কোন কোন ক্ষেত্রে অভিযোগ উঠেছে, দার্জিলিংয়ের চায়ের সঙ্গে সিটিসি-র চা মেশানো হয়। এবার তারই উত্তর দিতে কড়া হল কেন্দ্র।
স্পষ্ট জানিয়ে দেওয়া হল, দার্জিলিং, অসম, নীলগিরি এবং কাঙরার চায়ের সঙ্গে কোন আমদানি করা চা মেশানো যাবে না। এমনকি নিম্ন বা মধ্যমানের কোন চা মেশানো যাবে না। যদি মেশাতেই হয় তবে তার উল্লেখ থাকতে হবে। কেন্দ্রের নির্দেশেই টি-বোর্ড এই সার্কুলার দিয়েছে।
ব্যুরো রিপোর্ট