Market
কাঁচা পাটের দাম নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। উঠে যাচ্ছে কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা। কেন্দ্রের এই সিদ্ধান্তের দরুন একদিকে যেমন উপকৃত হবে ৭ লক্ষেরও বেশি পাট ব্যবসায়ী, তেমনই কেন্দ্রের এই সিদ্ধান্তে হাসি চওড়া হবে প্রায় ৪০ লক্ষ পাট চাষির। একইসঙ্গে লাভের মুখ দেখবে চটকল, কারখানা, সহ এমএসএমই সেক্টর।
প্রসঙ্গত, গেল বছর সেপ্টেম্বর মাসে কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেয় কেন্দ্র। কুইন্টাল প্রতি পাটের সর্বোচ্চ দাম রাখা হয় ৬,৫০০ টাকা। এরপর কেটে গিয়েছে প্রায় ৮ মাস। তারপর কেন্দ্রের এই সিদ্ধান্ত। এই নয়া নির্দেশ কার্যকরী হবে শুক্রবার অর্থাৎ আজ থেকেই। কেন্দ্রের এই সিদ্ধান্তকে যেমন স্বাগত জানিয়েছে বস্ত্র মন্ত্রক। তেমনই কেন্দ্রের মন্ত্রীও পাটের দামের ঊর্ধ্বসীমা উঠে যাওয়ার সিদ্ধান্তকে হাসিমুখে মেনে নিয়েছেন।
উত্তর ২৪ পরগনা, হুগলি, এবং হাওড়াতে এমন বহু পাটকল রয়েছে, যেখানে কাজ করেন আড়াই লক্ষেরও বেশি কর্মী। বেশ কিছু পাটকলের অবস্থা ছিল শোচনীয়। বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তের ফলে ধুঁকতে থাকা পাটকলগুলি ফের অক্সিজেন পাবে। উপকৃত হবেন পাটের সঙ্গে যুক্ত চাষি থেকে ব্যবসায়ী থেকে কর্মী প্রত্যেকেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ