Trending
সিনেমা ইন্ডাস্ট্রিতে চিন্তার ভাঁজ। ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্ট বাছাইয়ে মোদি সরকার রাশ টেনেছে আগেই। এবার সিনেমাতেও সেই একই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। যা নিয়ে নতুন করে দানা বাঁধছে বিতর্ক। সিনেমাটোগ্রাফ আইন সংশোধন করে কার্যত গোটা সিনেমা ইন্ডাস্ট্রিকেই নিজের হাতে ধরে রাখতে চাইছে মোদি সরকার।
সিনেমাটোগ্রাফ সংশোধন বিলের যে খসরা প্রকাশিত হয়েছে তা দেখে রীতিমত তাজ্জব পরিচালক, প্রযোজক থেকে সিনেমার কলাকুশলীরা। খসরায় বলা হয়েছে, এবার থেকে কেন্দ্রীয় সরকারের হাতেই থাকবে ফিল্ম সার্টিফিকেশনের সর্বশেষ ক্ষমতা। অর্থাৎ কোন ছবি ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের প্রধানকে পুনর্বিবেচনার করার নির্দেশ দিতে পারে কেন্দ্র। সেক্ষেত্রে মুক্তি পাওয়া কোন ছবির প্রদর্শন বন্ধ হয়ে যাবার সম্ভাবনাও রয়েছে। যার ফলে বাণিজ্যিকভাবে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন প্রযোজকেরা।
ইতিমধ্যেই সংশোধিত এই আইনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বলিউডের তাবড় ব্যক্তিত্বরা। অনুরাগ কাশ্যপ, ফারহান আখতার, শাবানা আজমির মত বহু জনপ্রিয় পরিচালক কেন্দ্রকে চিঠি দিয়ে এই আইন পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। এদিকে ইন্ডাস্ট্রির বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল এই আইনের মধ্যে কোন ভুলত্রুটি খুঁজে পাননি। বরং তাঁর দাবি, একটি ছবি দু’বার রিভিউ করার প্রয়োজন পড়লে তার মধ্যে অনৈতিক কিছু নেই। তাঁর বক্তব্য, হতেই পারে আজ দর্শকের কাছে যেটা গ্রহণযোগ্য কয়েক বছর পর সেই গ্রহণযোগ্যতা কমে যেতেই পারে।
তবে আইন সংশোধন নিয়ে কেন্দ্রের বক্তব্য, দেশের সার্বভৌমত্ব, সংহতি এবং সুরক্ষা অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্র যদি মনে করে তাহলে ছবির প্রদর্শন বন্ধ করে দিতে পিছপা হবে না মোদি সরকার।
ব্যুরো রিপোর্ট