Market

ক্রেতা সুরক্ষার কথা মাথায় রেখেই এবার পণ্য এবং পরিষেবা বিক্রির নিয়ম সংশোধনে তৎপর হল কেন্দ্র। একইসঙ্গে জানান হল, শুধু বিদেশি পণ্য নয়, দেশি পণ্যকেও একইসারিতে জায়গা দিতে হবে। যে কারণে সব বিক্রেতারাই সমানভাবে পণ্য বিক্রি করার সুযোগ পাবেন।
পণ্য এবং পরিষেবা বন্ধের নিয়মে যে সংশোধনী আনার চেষ্টা করছে কেন্দ্র, তাদের মধ্যে অন্যতম বিক্রি বাড়ানোর জন্য পণ্য সম্পর্কে ক্রেতাদের কাছে ভুল তথ্য তুলে ধরা। এবং কম সময়ের জন্য কোন পণ্য বিক্রি হওয়া আটকান। যাকে নেট ল্যাঙ্গুয়েজে ফ্ল্যাশ সেল বলা হয়ে থাকে।
উল্লেখ্য, গত জুলাই মাসেই ই-কমার্স রুলস, ২০২০ চালু করার বিষয়ে জানিয়েছিল কেন্দ্র। যেখানে বলা হয়েছিল, আমদানি পণ্য কোথায় তৈরি হচ্ছে এবং তা কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে- এই সবকিছু নিয়ে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরতে হবে। ফলে নির্দিষ্ট কোন বিক্রেতাকে বা সংশ্লিষ্ট সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া, একটি পণ্যের সঙ্গে অন্য একটি পণ্য বিক্রি করা এমনকি ভুল তথ্য দিয়ে পণ্য পরিষেবা- এই সবকিছু আটকাতেই বদ্ধপরিকর হয়েছে কেন্দ্র। সঙ্গে জানান হয়েছে, পণ্য খোঁজার সময় যাতে কোনরকম কারচুপি না হয়, সেদিকেও খেয়াল রাখার কথা বলা হয়েছে।
কেন্দ্র মনে করছে, এর ফলে ই-কমার্স সাইটগুলিতে পণ্য বিক্রিতে যথেষ্ট স্বচ্ছতা উঠে আসবে। প্রতিযোগিতা বজায় থাকলে ক্রেতাদের সামনে পণ্য বাছাই থেকে শুরু করে পণ্য কেনা পুরো কাজটাই হবে নির্বিঘ্নে।
ব্যুরো রিপোর্ট