Prime
Daily
আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত, নির্দেশ কেন্দ্রের
By Business Prime News | May 29, 2021
Daily
আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও কিছুটা বাড়িয়ে দিল কেন্দ্র। জানান হল, এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত। শুক্রবার এক নির্দেশিকা জারি করে ডায়রেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।
উল্লেখ্য, এই নিষেধাজ্ঞা জারি ছিল ৩১ মে পর্যন্ত। কিন্তু দেশের বর্তমান করোনা আবহ দেখে সেই মেয়াদ আরও কিছুটা বাড়ানো হল বলেই জানান হয়েছে। দেশে করোনার গ্রাফ আগের মত অতটা ঊর্ধ্বমুখী নয়। ক্রমশই কমছে দেশে সংক্রমণের প্রভাব। এই পরিস্থিতিতে যাতে সংক্রমণ আবারও না বাড়ে তার জন্যই এমন কড়া পদক্ষেপ গ্রহণ করা হল। যদিও আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা এবং ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবাকে এই নিষেধাজ্ঞার বাইরেই রাখা হয়েছে।
ব্যুরো রিপোর্ট