Market

অতিমারি পরিস্থিতিতে এমনিই কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। তার মধ্যেই আবার নতুন করে উদ্বেগ বাড়ালো কেন্দ্রের সিদ্ধান্ত। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন একুশের নির্বাচনে হারার পর কলকাতা থেকে সেলের গুরুত্বপূর্ণ দপ্তর সরিয়ে নিচ্ছে কেন্দ্র। যা নিঃসন্দেহে বহু মানুষকে ঠেলে দিতে পারে বিপদের মুখে। পরিস্থিতির কথা বিচার করে বুধবার কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে একটি চিঠি লেখেন অমিত মিত্র।
অমিত মিত্র দাবি করেছেন কেন্দ্র র মেটেরিয়াল ডিভিশন এর সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে। যার প্রভাব পড়বে এই দপ্তরের সঙ্গে যুক্ত বহু ঠিকা কর্মীর উপরেও। কারণ এই দপ্তরের সঙ্গে যুক্ত আছেন বহু কর্মী যারা দফতর সরালে কর্মহীন হয়ে পড়বেন। একইসঙ্গে বিপুল ক্ষতির মুখে পড়বে দুর্গাপুর এবং বার্নপুর শিল্পাঞ্চল। কারণ বর্তমানে এই দুটি শিল্পাঞ্চল থেকেই টনপ্রতি ৬৫০ টাকা করে কাঁচামাল পাওয়া যায়। আর আর দপ্তর সরিয়ে নেওয়া হলে তখন সেই কাঁচা মারি কিনতে হবে সাড়ে ৯ হাজার টাকা দিয়ে। ফলে হু হু করে দাম বাড়বে সকল জিনিসপত্রের।
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেছেন, করোনা পরিস্থিতিতে এই দপ্তর সরিয়ে নেওয়া কারণে বহু মানুষের যেমন কর্মহীন হবেন তেমনই তার পরিবার সেই সকল মানুষের পরিবারদের পড়তে হবে চরম অর্থনৈতিক সংকটে। অমিত মিত্রের এই দাবি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট