Prime
Daily
শ্রমিকদের জন্য মহার্ঘ্য ভাতা বাড়াল কেন্দ্র
By Business Prime News | May 22, 2021
Daily
অতিমারির মধ্যেই ভালো খবর শোনাল কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। এই দুর্মূল্যের বাজারে কর্মচারিদের সুবিধার জন্য অনির্দিষ্ট মহার্ঘ্য ভাতার অঙ্ক বাড়াল সরকার। যার ফলে উপকৃত হবেন প্রায় দেড় কোটি কর্মচারি। এই প্রস্তাব কার্যকরী হবে ১ এপ্রিল থেকে।
কেন্দ্রীয় সরকারি সংস্থা যেমন রেল, কয়লা খনি, তেল খনি, বন্দরে শ্রমিকের ন্যূনতম আয়ও যেমন বাড়বে একইভাবে যারা চুক্তিভিত্তিক ও অস্থায়ীভাবে কাজ করছেন তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এর ফলে কর্মরত শ্রমিকরা প্রতিমাসে ১০৫-২১০ টাকা বেশি পাবেন। যা এই সময়েও অনেকটাই আর্থিকভাবে সাহায্য করবে কেন্দ্রীয় শ্রমিকদের।
ব্যুরো রিপোর্ট