Market
এবার করোনায় মৃত্যু হলে পরিবার পাবে ২ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা দিচ্ছে এই বীমার সুযোগ। তবে তার জন্য নথিভুক্ত করাতে হবে নাম। সেক্ষেত্রে বীমাকারীর বয়স হতে হবে ১৮-৫০ এর মধ্যে।
দেশের দরিদ্র মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে চালু করেন এই বীমা। তখনই স্পষ্ট করে দেওয়া হয় এর আওতায় থাকলে দুই লক্ষ টাকা বীমার সুবিধা পাওয়া যাবে। আগে এমনি এই বীমার কভারেজ পাওয়া গেলেও বর্তমানে করোনায় মৃত্যু হলে কভারেজের সুযোগ মিলছে। যদিও সেক্ষেত্রে এই বীমা কেনা থাকতে হবে ২০২০-২১ অর্থবর্ষে। তবেই মনোনীত ব্যক্তি পাবেন ২ লক্ষ টাকা।
খেয়াল রাখতে হবে এই বীমার বার্ষিক প্রিমিয়াম ৩৩০ টাকা। স্কিমটি চলে প্রতি বছর পয়লা জুন থেকে ৩১ মে পর্যন্ত। করোনায় মৃত্যু হলে এক মাসের মধ্যে দাবি করতে হবে টাকার অঙ্ক। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার ৪৫ দিন পর থেকেই পাওয়া যাবে বীমার সুবিধা। মাথায় রাখবেন এই বীমার কোন ম্যাচিওরিটি বেনিফিট নেই। শুধু মৃত্যুকেই কভার করে থাকে।
ব্যুরো রিপোর্ট