Market
বি পি এন ডেস্কঃ চলতি বছরের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন নিয়ে একের পর এক ঘটনা যখন প্রকাশ্যে এসেছে ঠিক তখনই সেই ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। ঘটনা গুলিতে কোন রকম প্রতিক্রিয়া না দিয়ে বরং করে গিয়েছেন একের পর এক কাজ। দেশের প্রান্তিক মহিলাদের জন্য। সম্প্রতি সেই তথ্য প্রকাশ্যে আনলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দেশের প্রান্তিক নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী সূচনা করেছিলেন জনধন অ্যাকাউন্টের। আর সেখানেই অর্থ মন্ত্রকের দেওয়া তথ্যের পরিসংখ্যান বলছে একেবারে ভিন্ন বক্তব্য। দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের দেওয়া ঋণের অঙ্ক ৬.৩৬ লক্ষ কোটি টাকা। আর সরকারি পরিসংখ্যানের হিসেব বলছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মহিলাদের হাতে রয়েছে ২৩.২১ কোটি টাকা। যা দেশের মোট জনধন অ্যাকাউন্টের প্রায় ৫৫%। মুদ্রা যোজনার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে এগিয়ে আছেন নারীরাই। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুদ্রা যোজনার ১৯.০৪ কোটি অ্যাকাউন্টের প্রায় ৬৮% রয়েছে মহিলাদের কাছেই। একদিকে মহিলাদের প্রতি সহনশীলতা নিয়ে যখন বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। তখন অর্থমন্ত্রকের পেশ করা এই তথ্য জানান দিল নারীদের প্রতি মোদী সরকারের পদক্ষেপের গুরুত্ব। সমাজের উন্নতির জন্য মহিলাদের এগিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করে মহিলাদের পাশে এসে দাঁড়াল মোদী সরকার। অন্তত কেন্দ্রের তথ্য তো তেমনই ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ