Daily

দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক পিএনবি প্রতারণা কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোক্সীকে অবশেষে ধরা গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগায়। এখন ভারত সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে। যে কারণে ইন্টারপোলের সঙ্গেও এই নিয়ে বিস্তারিত কথা হয়েছে নরেন্দ্র মোদী সরকারের।
২০১৮ সালে ভারত থেকে পালিয়ে মেহুল সে দেশের নাগরিকত্ব নিয়ে ঘাঁটি গেঁড়েছিলেন অ্যান্টিগায়। গত ২৩ মে হঠাৎ খবর আসে তিনি নিখোঁজ। এদিকে মেহুলের গাড়িটিও পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তারপরেই তাঁকে ধরবার জন্য উঠেপড়ে লাগে অ্যান্টিগা প্রশাসন। অন্যান্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাহায্যও চাওয়া হয়। ইন্টারপোলের সাহায্যও তারা দাবি করে। অবশেষে মঙ্গলবার রাতে মেহুল চোক্সীকে গ্রেফতার করে ডোমিনিকা পুলিশ। সূত্রের খবর, ভারতে ফিরিয়ে আনা হতে পারে এই খবর পেয়েই গা ঢাকা দিয়েছিলেন মেহুল চোক্সী। উল্লেখ্য মেহুলের ভাগ্নে নীরব মোদীও ঐ একই কাণ্ডে অভিযুক্ত এবং দোষী।
ব্যুরো রিপোর্ট