Market

সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১ জুলাই থেকে মহার্ঘ্যভাতা বৃদ্ধি নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। যাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টটি একেবারেই মিথ্যা। কারণ এমন কোন ঘোষণা বা নির্দেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে করাই হয়নি।
এই পোস্টটিতে দাবি করা হয়, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বা ডিএ ১৭% থেকে বাড়িয়ে করা হচ্ছে ২৮% পর্যন্ত। এছাড়াও জানানো হয়েছে যে, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে মহার্ঘ্য ভাতা বকেয়া রয়েছে তাও দিয়ে দেওয়া হবে। আর এই পোস্টটি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই জাতীয় কোনরকম নির্দেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়নি।
উল্লেখ্য, অতিমারি পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করবার জন্য কেন্দ্র ২০২০ সালের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়া বন্ধ করে দেয়। কবে দেওয়া হবে সেই নিয়ে চূড়ান্ত কোন খবর কেন্দ্রের তরফ থেকে জানানো হয়নি। এদিকে এই ভুয়ো পোস্টটি ভাইরাল হয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে যেটুকু আশা জেগে উঠেছিল তা অর্থমন্ত্রকের নির্দেশে আবারও গেল তলিয়ে।
ব্যুরো রিপোর্ট