Market

করোনার ধাক্কায় যখন কার্যত দিশেহারা দেশ, আবারও একটু একটু করে জমা হচ্ছে লকডাউনের ভয় ঠিক তখনই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক নিয়ে এলো এক দারুণ খবর। যা থেকে পরিষ্কার, অর্থনীতির তরী তো ডোবেই নি, বরং এখন সে অনেকটাই শক্তপোক্ত হয়ে উঠেছে। কারণ, ২০২১ সালের এপ্রিল মাসে জিএসটি বাবদ কেন্দ্রীয় সরকারের কোষাগারে এসেছে ১ লক্ষ ৪১ হাজার ৩৮৪ কোটি টাকা। যা একরকম রেকর্ড বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
গত শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে, তাতে পরিষ্কার হয়েছে জিএসটি বাবদ এটাই কেন্দ্রের এখনও পর্যন্ত সর্বাধিক মাসিক আয়। গত মার্চ মাসে কেন্দ্রের কোষাগারে জিএসটি বাবদ ঢুকেছিল ১ লক্ষ ২৩ হাজার কোটি টাকা। এবারে সেই অঙ্কটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪%।
অর্থমন্ত্রকের দাবি, ২০১৭ সাল থেকে জিএসটি চালু হওয়ার পর এই মাসই সবচেয়ে বেশি আয়ের মুখ দেখল। করোনার জ্বরে যখন গোটা দেশ রীতিমত কাঁপছে, অর্থনীতি হোঁচট খেতে পারে বলে বারবার আশঙ্কা করা হচ্ছে, ঠিক তখনই কেন্দ্রীয় সরকারের এই পরিসংখ্যান বুঝিয়ে দিল, অর্থনীতি আবারও স্বাবলম্বী হয়ে উঠছে। ভুয়ো বিল থেকে সকল তথ্য যাচাই- সবদিকে সরকারের কড়া নজর পড়াতেই এমন রেকর্ড আয়ের মুখ দেখল কেন্দ্র।
ব্যুরো রিপোর্ট