Daily

কর মুকুব করার পরেও ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম। অর্থাৎ শুল্ক ছাঁটাইয়ের কোনো সুবিধাই মিলল না বাজারে। তেলের এই চড়া দাম নিয়ে তেল রপ্তানিকারক দেশগুলিকেই দুষলেন তেলমন্ত্রী রামেশ্বর তেলি।
তার দাবি, বাজারে তেলের এই চড়া দামের জন্য দায়ী তারাই। রপ্তানিকারক দেশগুলো কৃত্রিম ভাবে জোগানে রাশ টানায় ঘাটতি পড়ছে বাজারে। আর যে কারণে বাড়ছে তেলের দাম। বারবারই চাহিদার চেয়ে কৃত্রিম ভাবে জোগান কমিয়ে রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশ। এতে অন্যান্য নেতিবাচক প্রভাব যেমন পড়ছে তার পাশাপাশিই বাড়ছে তেলের দাম। যদিও ওপেক জানিয়েছে আগামী জানুয়ারী থেকে দিনে চার লক্ষ ব্যারেল বেশি তেল জোগাবে তারা।
প্রসঙ্গত, শুল্ক কমলেও বিশ্ববাজারে পেট্রোল ডিজেলের দাম দীর্ঘদিন ধরেই ছিল স্থির। পড়েছিল অশোধিত তেলের দাম। এ নিয়ে বারবার মোদী সরকার প্রশ্ন তুললেও কার্যত নীরব থেকেছে বিশেষজ্ঞমহল।
ব্যুরো রিপোর্ট