Market
এমনিতেই মূল্যবৃদ্ধির ঠ্যালায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। সংসার সামলাতে গিয়ে কার্যত নাকানিচোবানি খেতে হচ্ছে দেশবাসীকে। আলু, টম্যাটোর মূল্যবৃদ্ধি তো রয়েছেই। সঙ্গে গমের দামও বাড়তে শুরু করায় প্রমাদ গুনতে শুরু করে দেশবাসী। কারণ গমের দাম বাড়লে সেই প্রভাব সরাসরি পড়তে পারে আটার উপর। ফলে আটার মূল্যবৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছিল। আর তাই গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। মনে করা হচ্ছে, যেভাবে গমের মূল্যবৃদ্ধি হচ্ছিল তাতে দাম নিয়ন্ত্রণে আনার প্রয়োজন পড়েছিল। আর তাই শুক্রবার মধ্যরাতে কেন্দ্র এই নির্দেশিকা জারি করে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, গমের দাম কমানোর জন্য কেন্দ্রের কাছে এই পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোন পথ খোলা ছিল না।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই গম রফতানিতে লেগেছে ধাক্কা। ইউক্রেন বিশ্ব বাজারে প্রচুর পরিমাণ গম রফতানি করে থাকে। কিন্তু যুদ্ধের আবহে বিশ্ব বাজারে গম রফতানি অনেকটাই কমে যায়। এই পরিস্থিতিতে ভারতের দিকে তাকিয়ে ছিল গম আমদানিকারি দেশগুলি। কিন্তু যেভাবে গমের দাম বৃদ্ধি পাচ্ছিল দেশের আভ্যন্তরীণ বাজারে তাতে গম রফতানির পরিমাণ বাড়ালে সেটা সমস্যাকেই আরও বেশি করে তুলে ধরত। আর যে কারণে গম রফতানির উপরে কেন্দ্রীয় সরকার জারি করল এই নিষেধাজ্ঞা। তবে কেন্দ্রের পক্ষ থেকে এও বলা হয়েছে, অন্য দেশে যদি সেভাবে গমের প্রয়োজন পড়ে, তাহলে ভারত সেই দেশকে গম রফতানি করবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ