Market

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন পাওয়ার পরেই আপাতত ৭টি মেগা টেক্সটাইল রিজিওন অ্যান্ড অ্যাপারেল পার্ক গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। তার জন্য কেন্দ্র বরাদ্দ করেছে প্রায় ৪,৪৪৫ কোটি টাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাইভ এফকে লক্ষ্য রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কেন্দ্রীয় শিল্পবাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ভারতের মত কাপড় বা বস্ত্রের এত বৃহৎ ইকোসিস্টেম গোটা বিশ্বে আর নেই। সেদিক থেকে দেখতে গেলে ফাইভ এফ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ফাইভ এফের অর্থ হল, ফার্ম টু ফাইবার। ফাইবার টু ফ্যাক্টরি। ফ্যাক্টরি টু ফ্যাশন এবং ফ্যাশন টু ফরেন।
বিভিন্ন রাজ্যে এই বস্ত্র পার্কগুলি তৈরি করা হবে। যেখানে কারখানা ছাড়াও থাকছে প্লাগ এন্ড প্লে সুবিধা, ইনকিউবেশন সেন্টার, কমন অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ডিজাইন সেন্টার, টেস্টিং সেন্টার। এছাড়াও থাকছে লজিস্টিক পার্ক, কর্মরত শ্রমিকদের জন্য থাকছে আবাসন। থাকছে স্বাস্থ্য পরিষেবা, গুদাম। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার যেসকল জমির কথা ভেবেছে সেখানে ৫০% জায়গায় থাকছে উৎপাদন করার মত ব্যবস্থা। বাকি ২০% থাকবে অন্যান্য পরিষেবার জন্য। এছাড়া ১০% ব্যবহার করা হবে বাণিজ্যিক উন্নয়নের স্বার্থে।
ব্যুরো রিপোর্ট