Trending

সামরিক বিভাগে দেশের উন্নতি লক্ষণীয়। এর পাশাপাশি মহাকাশেও ভারত নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কেন্দ্রীয় সরকার যথেষ্ট টাকা বরাদ্দ করেছে। এবার সমুদ্রের গভীরে রিসার্চ করার জন্য বড়সড় টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। এই টাকা বরাদ্দ করা হল সমুদ্রের গভীর পর্যন্ত অর্থাৎ ডিপসি মাইনিং এর জন্য। সরকারের তরফ থেকে ৪০৭৭ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ভারত মহাসাগরের নিচে একাধিক বিষয় নিয়ে রিসার্চ করতে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স স্পেশাল মিশন পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রিসার্চ করার মূল লক্ষ্য জীব বৈচিত্র্য খোঁজা থেকে শুরু করে সমুদ্রের পূর্ণ গভীরতা জানতে বিরাট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে ব্যবহার করা হবে একটি ক্যাপসুল ভেহিকল এবং একটি সাবমেরিন।
উল্লেখ্য, ক্যাপসুল ভেহিকলটি তৈরি করা হবে টাইটেনিয়াম দিয়ে। যা জলের ৬ কিমি পর্যন্ত গভীর চাপ সহ্য করতে পারবে। জানা গিয়েছে, এখানে থাকবে অত্যাধুনিক সেন্সর সহ লাইফ সাপোর্ট সিস্টেম। এখানে থাকতে পারবেন তিনজন ক্রু মেম্বার। আর স্পেশাল এই ক্যাপসুল তৈরির দায়িত্বভার নিয়েছে ইসরো। জানা গিয়েছে, গোটা দক্ষিণ ভারত মহাসাগরের ৭৫ হাজার স্কোয়ার কিলোমিটার এলাকায় এই বিশেষ অভিযান চালানো হবে।
ব্যুরো রিপোর্ট