Trending

মিড ডে মিলের জন্য বিপুল অর্থ বরাদ্দ করল কেন্দ্র। প্রধানমন্ত্রীর পোষণ প্রকল্পকে সম্মতি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভা বড় অঙ্কের বরাদ্দ ঘোষণা করল।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পটি চলবে। এই প্রকল্প বাবদ কেন্দ্রর খরচ হবে ৫৪ হাজার ৬১.৭৩ কোটি টাকা। এছাড়া খাবার কেনার জন্য কেন্দ্রীয় সরকার আলাদা করে খরচ করবে ৪৫ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, মিড ডে মিল চালু হবার পর থেকে রাজ্য সরকারের তৎপরতা ছিল প্রশংসনীয়। সমাজের বিভিন্ন মহল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিড ডে মিল নিয়ে সাধুবাদ জানানো হয়। অতিমারি পর্ব শুরু হয়ে গেলে বন্ধ হয় স্কুল। বন্ধ হয় মিড ডে মিল। কিন্তু দ্বিতীয় ঢেউ হালকা হয়ে যেতেই স্কুল খোলার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। তারপরেই মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘোষণা রীতিমত আলোড়ন ফেলেছে সংশ্লিষ্ট মহলে।
ব্যুরো রিপোর্ট